সারা বাংলা

পঞ্চগড়ে ১৭৯ মিলিমিটার বৃষ্টিপাত

পঞ্চগড়ে গত ২৭ ঘণ্টায় ১৭৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রোববার (৭ জুলাই) সকাল ৯টা পর্যন্ত এই বৃষ্টিপাত রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র।

এদিকে, ভারী বর্ষণের কারণে জনজীবনে কিছুটা স্থবিরতা দেখা গেছে। জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে অন্যদিনের তুলনায় মানুষের উপস্থিতি কম ছিল। বৃষ্টিতে বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ্ বলেন, গতকাল শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত পঞ্চগড়ে ১০৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়। আজ সকার ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় আরও ৭৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। সর্বমোট গত ২৭ ঘণ্টায় ১৭৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে।