সারা বাংলা

ব্রাজিলের হার সইতে না পেরে স্কুলশিক্ষকের ‘অদ্ভুত কাণ্ড’

কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে ব্রাজিল। রোববার (৭ জুলাই) সকালে অনুষ্ঠিত খেলায় উরুগুয়ের কাছে টাইব্রেকারে হেরে যায় দলটি।

শিরোপার অন্যতম দাবিদার ব্রাজিল হেরে যাওয়ায় হতাশার ছায়া নেমে আসে দলটির বাংলাদেশি ভক্তদের মাঝে। এর মধ্যে, পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া প্রি ক্যাডেট স্কুলের সহকারী শিক্ষক সন্তোষ কুমার মর্মাহত হয়ে ঘটিয়ে বসেন এক অদ্ভুত কাণ্ড।

প্রিয় দল ব্রাজিলের হার সইতে না পেরে মনের কষ্টে স্কুল কর্তৃপক্ষের কাছে ছুটির আবেদন করেন তিনি। সন্তোষ কুমারের সেই ছুটির আবেদন এখন ফেসবুকে ভাইরাল।

ওই শিক্ষক লিখিত আবেদনে বলেন, অত্যন্ত ভারাক্রান্ত মনে জানাচ্ছি যে, আজ সকালে প্রিয় দল ব্রাজিল কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের কাছে টাইব্রেকারে পরাজিত হয়েছে। এতে আমি ভীষণভাবে মর্মাহত। এই অবস্থায় বিদ্যালয় যেতে পারছি না। আমাকে একদিনের ছুটি দিতে বাধিত করবেন।

এ বিষয়ে দাশুড়িয়া প্রি ক্যাডেট স্কুলের পরিচালক গোপাল অধিকারী বলেন, ব্রাজিল হেরে যাওয়ায় স্কুলের সহকারী শিক্ষক সন্তোষ কুমার মনের দুঃখে একদিনের ছুটির আবেদন করেছেন। তাকে একদিনের ছুটি দেওয়া হয়েছে। সোমবার থেকে যথারীতি তিনি স্কুলে আসবেন।