সারা বাংলা

ধানের বীজতলার সঙ্গে শত্রুতা!

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ভাড়াটে লোক দিয়ে প্রায় ২ বিঘা জমির আমন ধানের বীজতলা নষ্ট করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এতে বিপাকে পড়েছেন ওই জমির মালিক আসাদুজ্জামান সুমন।

শনিবার (৬ জুলাই) এ ঘটনায় ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ করেছেন। এর আগে, গত সোমবার উপজেলার নেজামপুরের রাওতারা গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলেন- নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের মাড়কৈল এলাকার এসলাম উদ্দিনের ছেলে হাবিবুর রহমান (৪২), ফতেপুর এলাকার আবু হোসেনের ছেলে মো. শন্তিজুল ইসলাম (৪৫), চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নয়াগোলা মহল্লার সেতু আলীর ছেলে মো. হেলাল আলী (৪৮) ও নুরুল হোদার ছেলে মো. রেজাউল ইসলাম (৪৬)।

অভিযোগ সূত্রে জানা গেছে, পৈতৃক সূত্রে পাওয়া প্রায় ২ বিঘা জমিতে দীর্ঘদিন ধরে ফসল উৎপাদন করে আসছিলেন আসাদুজ্জামান সুমন। হঠাৎ সেই জমি নিজেদের বলে দাবি করেন অভিযুক্তরা। এ ঘটনায় মামলা হলে আদালত ওই জমিতে অস্থায়ী নিষেধাজ্ঞা দেন। কিন্তু অভিযুক্তরা আদালতের আদেশ অমান্য করে ধানের বীজতলা নষ্ট করেন।

আসাদুজ্জামান সুমন বলেন, প্রতিপক্ষ ভাড়াটে লোক দিয়ে আমন ধানের বীজতলার ওপর দিয়ে পাওয়ার টিলার চালিয়ে সব নষ্ট করে দিয়েছে। চারা সঙ্কটে এখন জমিগুলো খালি রাখতে হবে।

এ বিষয়ে জানতে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করেন এই প্রতিবেদক। তবে, সবাই তাদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়টি অস্বীকার করেছেন।

নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার বলেন, বীজতলার ধানের চারা নষ্ট করার বিষয়ে অভিযোগ পেয়েছি। অভিযোগটি সঠিক কি না তা যাচাই-বাছাই করতে এক পুলিশ সদস্যকে দায়িত্ব দেওয়া হয়েছে। সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।