সারা বাংলা

খুবি শিক্ষার্থীদের বিশ্বরোড অবরোধ

কোটা বিরোধী আন্দোলনের পঞ্চম দিনের কর্মসূচি হিসেবে সোমবার (৮ জুলাই) খুলনার সাচিবুনিয়া বিশ্বরোড মোড়ে অবরোধ করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা। বিকেল ৩টার দিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বর থেকে নগরীর গল্লামারী মোড় হয়ে সাচিবুনিয়া বিশ্বরোড মোড়ে গিয়ে অবস্থান নেন তারা।

এবার একদফা এক দাবি নিয়ে সরকারি চাকরির সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংসদে আইন পাশ করার দাবিতে কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।

আন্দোলনে অংশ নেওয়া সানজিদা আক্তার বলেন, ‌‘আমি নিজের যোগ্যতায় পড়ালেখা শেষে চাকরি পাওয়ার প্রত্যাশা রাখি। এজন্যই আমি আমার ভাইদের পাশে থেকে আন্দোলনে অংশ নিয়েছি। যতদিন আমাদের দাবি মেনে নেওয়া না হবে, ততদিন পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।’

তাওহিদ বর্ষণ বলেন, ‘সারা বাংলাদেশের ছাত্রসমাজ এখন উত্তাল। তাদের একটি মাত্র দাবি, যেন কোটা বাতিল করা হয়। শিক্ষার্থীদের কাজ লেখাপড়া করে জ্ঞান অর্জন করা, কিন্তু কোটা প্রথার কারণে এখন শিক্ষার্থীদের মাঠে নামতে হয়েছে, আন্দোলন করতে হচ্ছে। এটা শিক্ষাজীবনে ব্যাঘাত ঘটবে।’