সারা বাংলা

সেলাই মেশিনে ব্যবহৃত তেল পানে শিশুর মৃত্যু

চাঁদপুরের সেলাই মেশিনে ব্যবহৃত তেল পানে হুমাইরা নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রোববার বিকেলে হাইমচর উপজেলার দক্ষিণ আলগী ইউনিয়নের চরভাঙ্গা গ্রামে মারা যায় শিশুটি। সোমবার (৮ জুলাই) বিকেলে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. জোবায়ের হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মারা যাওয়া হুমাইরার বাবা হানিফ গাজী বলেন, ‘আমার মেয়েটি সেলাই মেশিনে ব্যবহৃত তেল পান করে মারা গেছে।’

হুমাইরার মা রেশমা বেগম জানান, রোববার দুপুরে তার মেয়ে ভাত খেয়ে ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে উঠে ঘরে থাকা সেলাই মেশিনে ব্যবহৃত তেল পান করে সে। অবস্থা খারাপ হওয়ায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক দেখে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার জোবায়ের হোসেন তাকে সদর হাসপাতালে রেফার্ড করেন। সেখানেই শিশুটির মৃত্যু হয়।

হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. জোবায়ের হোসেন বলেন, শিশুটি তেল পানের কারণে ছটফট করছিল। আমরা দ্রুত তাকে সদর হাসপাতালে প্রেরণ করি। সেখানে নেওয়ার পথেই শিশুটির মৃত্যু হয় বলে জানতে পেরেছি।