সারা বাংলা

ফরিদপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ 

কোটাবিরোধী আন্দোলনের অংশ হিসেবে ফরিদপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বুধবার (১০ জুলাই) বেলা ১১টা থেকে ফরিদপুর শহরের মুজিব সড়কের সুপার মার্কেটের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। এতে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

এর আগে ফরিদপুর শহরের সরকারি রাজেন্দ্র কলেজে তারা আন্দোলন করেন। পরে সেখান থেকে মিছিল নিয়ে ফরিদপুর সুপার মার্কেটের সামনে এসে অবস্থান নেন। 

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, আমাদের স্পষ্ট বক্তব্য- আমরা কোটার যৌক্তিক সংস্কার চাই। মুক্তিযোদ্ধাদের তৃতীয় প্রজন্মের জন্য ৩০ শতাংশ কোটা প্রথা বহাল থাকার যৌক্তিকতা নেই।