সারা বাংলা

কক্সবাজার টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠিত

কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন (সিবিইউজে) এর আরও একটি ইউনিটের অনুমোদন প্রদান করা হয়েছে। 

বুধবার (১০ জুলাই) সন্ধ্যায় কক্সবাজার প্রেস ক্লাবে আয়োজিত এক সভায় কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আবু তাহের ও সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল এই ইউনিটের অনুমোদন দেন। 

একইসঙ্গে কক্সবাজার টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন নামের এই ইউনিটের নতুন কমিটি গঠন করা হয়েছে।

সর্বসম্মতিক্রমে সভাপতি রোতাব চৌধুরী (বিটিভি) ও সাধারণ সম্পাদক হয়েছেন রাজীব কান্তি দে বাবু (ডিবিসি নিউজ)। এছাড়াও অর্থ সম্পাদক হয়েছেন মো. ফরাজ (সময় টিভি)।

সদস্যরা হলেন- মোহাম্মদ রাসেল (এখন টিভি), মোহাম্মদ হেলাল (৭১ টিভি) ও কামরুল ইসলাম বাবু (এটিএন নিউজ)।

এছাড়া সভায় দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় অন্যান্যদের মধ্যে কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ মোহাম্মদ জুনাইদ, সাংগঠনিক সম্পাদক ফরহাদ ইকবাল, প্রচার ও দপ্তর সম্পাদক নুপা আলম উপস্থিত ছিলেন।