সারা বাংলা

শিশুকে বাঁচাতে আরেক শিশুর নদীতে ঝাঁপ, ২ জনের লাশ উদ্ধার

ঝালকাঠির সদর উপজেলায় সাঁকো থেকে পড়ে যাওয়া চার বছরের শিশুকে উদ্ধার করতে নদীতে ঝাঁপ দেয় নয় বছরের সুরাইয়া আক্তার। পরে তাদের দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৩ জুলাই) বিকালে উপজেলার কেওড়া ইউনিয়নে পিপলিতা গ্রামে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়। স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য কিরন বিষয়টি নিশ্চিত করেছেন।

সদর উপজেলার দক্ষিণ পূর্ব পিপলিতা জোড়া পোলের উপর সাঁকো পার হওয়ার সময় মহিবুল্লাহ (৪) পানিতে পড়ে যায়। তাকে হাবুডুবু খেতে দেখে পাশে থাকা সুরাইয়া আক্তার (৯) নদীতে ঝাঁপ দেয়। সুরাইয়া তাকে বাঁচানোর চেষ্টা করেও পারেনি। দুই জনই নদীতে ডুবে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বে থাকা চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মুহিবুল্লাহ পিপলিতা গ্রামের মিজানুর রহমানের ছেলে ও সুরাইয়া আক্তার একই গ্রামের শহিদুল ইসলামে মেয়ে।