সারা বাংলা

রাজবাড়ীতে লাইনচ্যুত শাটল ট্রেন ৩ ঘণ্টা পর উদ্ধার

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট থেকে পোড়াদহগামী লাইনচ্যুত শাটল ট্রেন ৩ ঘণ্টা পর সোমবার (১৫ জুলাই) সকাল ১১টার দিকে উদ্ধার হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার তন্ময় কুমার দত্ত।

এর আগে সোমবার সকাল পৌনে ৮টার দিকে দৌলতদিয়া ঘাট থেকে ছেড়ে এসে দৌলতদিয়া ঘাট ও গোয়ালন্দ বাজার স্টেশনের মাঝামাঝি জায়গায় লাইনচ্যুত হয় ট্রেনটি।

স্থানীয়রা জানান, সকালে শাটল ট্রেনটি বিকট শব্দে গোয়ালন্দের ফিড মিল এলাকায় লাইনচ্যুত হয়। তবে এতে কোনো যাত্রী ও আশপাশের কারও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে আতঙ্কিত যাত্রীরা বলেন, মাঝেমধ্যেই এই রুটে এমন ট্রেন দুর্ঘটনা ঘটে। আমরা এ রুটে নতুন ও নিরাপদ রেললাইন চাই। 

রাজবাড়ী রেলওয়ের স্টেশন মাস্টার তন্ময় কুমার দত্ত বলেন, শাটল ট্রেনের ইঞ্জিনের পেছনের বগির একটি চাকা লাইন থেকে নিচে পড়ে যায়। লাইনচ্যুত বগিটি সকাল ১১টার দিকে উদ্ধার করা হয়েছে।