চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কয়া গ্রামের মাঝ পাড়ায় দুই সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৪ জুলাই) রাতে কয়া মাঝপাড়ায় নিজ নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- জীবননগর উপজেলার কয়া মাঝ পাড়ার আবুল কালামের ছেলে লাল্টু মল্লিক (৩০) ও একই গ্রামের মৃত গোপাল মণ্ডলের ছেলে ইকরা হোসেন (৪৫)
দুই আসামি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবিদ হাসান।
তিনি জানান, আজ সোমবার (১৫ জুলাই) গ্রেপ্তার দুই আসামিকে চুয়াডাঙ্গা আমলী আদালতে সোপর্দ করা হবে।
মামলায় অভিযোগ থেকে জানা যায়, শনিবার (১৩ জুলাই) রাত সাড়ে ৭টার দিকে ওই নারী বাড়ির পাশের টিউবওয়েলে পানি আনতে যায়। এ সময় একই গ্রামের আবুল কালামের ছেলে লাল্টু মল্লিক (৩০), নওশের আলীর ছেলে খালিদ হোসেন (২২), মুসা আলীর ছেলে জব্বার হোসেন (১৮) ও ইকরা হোসেন (৪৫) জোর করে তাকে তুলে নিয়ে যায়। পাশের পেয়ারার বাগানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে।
এ ঘটনায় গত রোববার (১৪ জুলাই) ওই নারী নিজে বাদী হয়ে জীবননগর থানায় নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। যার মামলা নম্বর ২৫।