সারা বাংলা

নারী পাচারকারীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন

পাহাড়ি নারীদের বিদেশে পাচার রোধ এবং পাচারে জড়িতদের আইনের আওতায় আনার দাবিতে রাঙামাটিতে মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন। সোমবার (১৫ জুলাই) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, কয়েক বছর ধরে একটি সংঘবদ্ধ চক্র পাহাড়ি নারীদের সরলতা ও দরিদ্রতার সুযোগে প্রলোভন দেখিয়ে বিদেশে পাচার করে দিচ্ছে। পাচার হওয়া নারীরা দেশে যেমন ফিরতে পারছেন না, তেমনি তাদের অসহনীয় নির্যাতন ভোগ করতে হচ্ছে। পাচারকারী চক্রের সদস্যদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি।

মানববন্ধনে বক্তব্য রাখেন মানবাধিকার কমিশনের সাবেক সদস্য মিস নিরূপা দেওয়ান, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, সচেতন নাগরিক কমিটির নেত্রী অ্যাডভোকেট সুষ্মিতা চাকমা প্রমুখ।