সারা বাংলা

বগুড়ায় কোটা সংস্কার আন্দোলনে ককটেল হামলা, আহত ৪

বগুড়া সরকারি আজিজুল হক কলেজে কোটা সংস্কার আন্দোলনে ককটেল হামলার ঘটনা ঘটেছে। এতে ৪ আন্দোলনকারী আহত হয়েছেন। এ ঘটনার পর থেকে কলেজ ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

মঙ্গলবার (১৬ জুলাই) বেলা ১১টার দিকে কলেজের আমচত্বরে এ ঘটনা ঘ‌টে। 

আহতরা হলেন- সুমন রানা, মামুন, তাফসি ও মিলন।

জানা গে‌ছে, বেলা সাড়ে ১০টার দিকে কলেজ ক্যাম্পাসের জামিলনগর গেটে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। এ সময় হঠাৎ দুর্বৃত্তরা কলেজের আমচত্বরে একটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এতে চারজন আহত হন। আহত‌দের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এদিকে এ ঘটনার পর ক্যাম্পাসে অবস্থান নেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে কলেজ ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। 

আজিজুল হক কলেজে দায়িত্বে থাকা বগুড়া স্টেডিয়াম ফাঁড়ির পরিদর্শক আশিক ইকবাল বলেন, যে কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

মে‌ডি‌ক্যাল ফাঁড়ির ইনচার্জ মিলাদুন্নবী ব‌লেন, স‌রকা‌রি আজিজুল হক ক‌লেজ থে‌কে আহত হ‌য়ে চারজন হাসপাতা‌লে ভ‌র্তি হ‌য়ে‌ছেন। তা‌দের চি‌কি‌ৎস‌া চল‌ছে।

এদি‌কে, বেলা সা‌ড়ে ১০টার পর বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ ক‌্যাম্পা‌সে শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ শুরু ক‌রে। প‌রে তারা ঢাকা-‌রংপুর মহাসড়‌কের এক পাশ অব‌রোধ ক‌রে। প্রায় আধাঘণ্টার ম‌তো তারা সড়‌কে অবস্থান নি‌য়ে কোটা বি‌রোধী বি‌ভিন্ন শ্লোগান দেন। এ সময় ওই স‌ড়‌কে যানজ‌টের সৃষ্টি হয়।

প‌রে মে‌ডি‌ক্যাল ক‌লেজ কর্তৃপক্ষ এসে তা‌দের সাথে কথা ব‌ললে সড়ক থে‌কে স‌রে যান। বর্তমা‌নে তারা ক‌লেজ ক‌্যাম্পা‌সের ভেতর গিয়ে বি‌ক্ষোভ কর‌ছেন।