বগুড়ায় জেলা ও শহর বিএনপির অফিসের তালা ভেঙে আসবাবপত্র বের করে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের নবাববাড়ী রোডস্থ জেলা ও গালাপট্টি এলাকায় অবস্থিত শহর বিএনপির অফিসে এ ঘটনা ঘটে।
বিএনপি নেতাদের অভিযোগ, পুলিশের ছত্রছায়ায় ছাত্রলীগ ও যুবলীগ বিএনপি অফিসে আগুন দিয়েছে। অভিযোগ অস্বীকার করেছে যুবলীগ।
এর আগে, প্রায় প্রায় ৪ ঘণ্টা বগুড়া শহরের সাতমাথা এলাকায় অবস্থান করে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।
স্থানীয়রা জানান, কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা সাতমাথা থেকে চলে যাওয়ার পর সন্ধ্যা ৭টার পর জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটনের নেতৃত্বে যুবলীগ মিছিল বের করে। এসময় শহরের নবাববাড়ি রোডে অবস্থিত জেলা বিএনপি ও শহরের টেম্পল রোডে অবস্থিত শহর বিএনপি অফিসের তালা ভেঙে আসবাবপত্র বের করে রাস্তায় রেখে আগুন ধরিয়ে দেওয়া হয়।
বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা বলেন, ‘পুলিশের ছত্রছায়ায় ছাত্রলীগ ও যুবলীগ বিএনপি অফিসে আগুন দিয়েছে।’
তিনি আরও বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে বিএনপি ও অঙ্গ সংগঠনের কোনো নেতাকর্মীদের সম্পৃক্তা নেই। সারাদিন বিএনপি অফিস তালাবদ্ধ ছিল। সন্ধ্যার পর পুলিশের ছত্রছায়ায় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা অফিসের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে আসবাবপত্র বাইরে এনে আগুন ধরিয়ে দেয়।’
অভিযোগের বিষয়ে জেলা যুবলীগের সভাপতি শুভাশিষ পোদ্দার লিটন বলেন, ‘বিএনপি অফিসে কারা আগুন দিয়েছে সেটা আমরা দেখিনি। কে বা কারা বিএনপির দুটি অফিসে আগুন দিয়েছে বলে শুনেছি।’
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) শাহীনুজ্জামান বলেন, বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। থানায় কেউ অভিযোগ দেয়নি।