হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ নেতাকর্মীদের হামালায় অন্তত পাঁচ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৬ জুলাই) বিকেলে উপজেলার নতুন ব্রিজে ঢাকা-সিলেট মহাসড়কে হামলাটি হয়।
এর আগে, এই সড়ক অবরোধ করেন বিভিন্ন কলেজের কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা। তাদের এসময় বিভিন্ন ধরনের স্লোগান দিতে শোনা যায়।
স্থানীয়রা জানান, শিক্ষার্থীদের বিক্ষোভে লাঠি নিয়ে হামলা চালায় ছাত্রলীগ নেতাকর্মীরা। তাদের হামলায় ছত্রভঙ্গ হয়ে যায় বিক্ষোভকারীরা। এ সময় অন্তত পাঁচ জন আহত হন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, মহাসড়কের নতুন ব্রিজ পয়েন্টের পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। যান চলাচল স্বাভাকি আছে। কোটা আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগের মধ্যে হওয়া ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলে জানতে পেরেছি।
অপরদিকে, আজ সকালে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের ধুলিয়াখাল পয়েন্ট অবরোধ করে বিক্ষোভ করেন হবিগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউটের কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা।