সারা বাংলা

বগুড়ায় রথযাত্রায় বিদ্যুতায়িতের ঘটনায় আরও ১ জনের মৃত্যু

বগুড়ায় রথযাত্রার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঢাকায় চি‌কিৎসাধীন চন্দন দে (৬০) নামে আরও একজনের মৃত্যু হ‌য়ে‌ছে। 

বুধবার (১৭ জুলাই) সকাল ৮টায় ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায়  তিনি মারা যায়। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়াল ছয়জনে।

নিহত চন্দন দে বগুড়ার সারিয়াকান্দি পৌর এলাকার সাহাপাড়া মহল্লার বাসিন্দা।

নিহতের বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন বগুড়া পৌর পূজা উদযাপন ক‌মি‌টির সভাপ‌তি পরিমল প্রসাদ রাজ।

তিনি জানান, গত ৭ জুলাই বিকেলে রথযাত্রা উৎসবে সেউজগাড়ি আমতলা এলাকায় রথের চূড়া বিদ্যুতের তারের সঙ্গে স্পর্শে ৫ জন নিহত হন এবং ৩০ জন আহত হন। আহতদের মধ্যে ২৮ জন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং সুশান্ত পাল ও চন্দন দেকে ঢাকায় পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চন্দন দে মারা যান। এছাড়াও রঞ্জন‌ পাল ঢাকা মে‌ডি‌ক্যাল ক‌লেজ হাসপাতা‌লে চিকিৎসাধীন রয়েছে।