শিক্ষার্থীদের চলমান আন্দোলনে ঘোষিত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে শেরপুরের অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। গুটি কয়েক অটোরিকশা চললেও মানুষ ভয়ে ঘর থেকে বের হচ্ছেন না। শহরের নিরাপত্তা নিশ্চিত রাখতে পুলিশ ও র্যাবের একটি টহল টিম সমস্ত শহর প্রদক্ষিণ করছে।
পুলিশ প্রশাসন বলছে, গতকাল আমরা দেখেছি আন্দোলনকারী শিক্ষার্থীদের ভেতরে বিশেষ একটি দলের সমর্থকরা সহিংস ঘটনা ঘটিয়েছে। আমরা ঠেকানোর চেষ্টা করছি।
শহরের নিউমার্কেট এলাকায় শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শেরপুর-১ আসনের সংসদ সদস্য ছানুয়ার হোসেন ছানু এসময় উপস্থিত ছিলেন। এ সময় আওয়ামী ও ছাত্রলীগসহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এখানে অবস্থান করছিলেন।
এ অবস্থায় বর্তমানে শেরপুরে থমথমে অবস্থা বিরাজ করছে। অপরদিকে আন্দোলনকারীরা ছোট ছোট গ্রুপে একত্র হয়ে সংঘবদ্ধ হচ্ছে।
এ ব্যাপারে পুলিশ সুপার মো. আকরামুল হোসেন পিপিএম বলেন, ছাত্রদের যৌক্তিক আন্দোলনে আমাদের কোন সমস্যা নেই। কিন্তু তাদের এই আন্দোলন এখন আর তাদের হাতে নেই। এটা অন্যদের হাতে চলে গেছে।
শহরবাসী ও ব্যবসায়ীদের উদ্দেশ্যে পুলিশ সুপার বলেন, গতকাল কি ঘটেছে এটা মাথায় রাখার প্রয়োজন নেই। আমরা পুলিশের পক্ষ থেকে আপনাদের অভয় দিচ্ছি। আপনারা যারা ব্যবসায়ী আছেন সাধারণ মানুষ আছেন আপনারা ভীত হবেন না। ভয় পাবেন না। আমরা আপনাদের পাশে আছি। কখনো কোনো অবস্থায় যদি সমস্যা মনে করেন, আমাদের ফোন নাম্বার আছে। প্লিজ আমাদেরকে ফোন করবেন। আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করবো। গতকালের ঘটনায় মামলা হয়েছে এবং বেশ কয়েকজন আটক রয়েছেন।
এছাড়াও গতকাল (বুধবার) রাত থেকেই মোবাইলে ইন্টারনেট সেবা পুরোপুরি বন্ধ রয়েছে।