সারা বাংলা

কালীগঞ্জে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, বিক্ষোভ

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় কোটা সংস্কারের দাবিতে সড়ক অবরোধ করা হয়েছে। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যোগ দেয়।

বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজের সামনে একটি বিক্ষোভ মিছিল কালীগঞ্জে-টঙ্গী-ঘোড়াশাল আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে। এতে ওই মহাসড়কে রোগী বহনকারী গাড়ী ছাড়া সব যান চলাচল বন্ধ হয়ে যায়। এত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। 

সেখানে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা নানা স্লোগান দেয়। কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান ও কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহতাব উদ্দিন ঘটনাস্থলে গিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের মহাসড়ক ছাড়ার অনুরোধ জানায়। দুপুর আড়াইটার দিকে মহাসড়কে তাদের অবস্থান ত্যাগ করে এবং যান চলাচল স্বাভাবিক হয়।

এ অবরোধের কারণে যাত্রীরা দুর্ভোগে পড়ে। নিরুপায় হয়ে বহু যাত্রী হেঁটে গন্তব্যে রওনা দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনের সড়কে হাজার হাজার শিক্ষার্থী জড়ো হয়। পরে তারা কালীগঞ্জে-টঙ্গী-ঘোড়াশাল আঞ্চলিক মহাসড়কে অবস্থায় নেয়।

শিক্ষার্থীরা তাদের যৌক্তিক দাবির আন্দোলনে অংশ নেওয়ায় তাদের ওপর পুলিশের নির্বিচারে গুলি চালানোর তীব্র নিন্দা জানান। শিক্ষার্থীরা জানান, তারা রাস্তায় নেমে এসেছেন। তাদের আন্দোলন চলবে।

কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, শিক্ষার্থীরা সড়ক অবরোধ করলেও হামলা বা যানবাহন ভাঙচুর করা হয়নি।