সারা বাংলা

জেলসুপার ও জেলার সাময়িক বরখাস্ত

কারাগারে হামলা ও কারাবন্দীদের পালানোর ঘটনায় কর্তব্যে গাফিলতির অভিযোগে নরসিংদী কারাগারের জেলসুপার আবুল কালাম আজাদ ও জেলার কামরুল ইসলামকে মঙ্গলবার (২৩ জুলাই) সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

নরসিংদীর জেলা প্রশাসক বদিউল আলম বুধবার (২৪ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।

গত শুক্রবার (১৯ জুলাই) নরসিংদী জেলা কারাগারে দুর্বৃত্তদের হামলা, ভাঙচুর, লুটপাট, বন্দিদের পলায়ন ও কারাগারের ব্যাপক ক্ষতিসাধনের ঘটনার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এর আগে কারাগারে হামলার ঘটনায় গত রোববার দুপুরে জেলার কামরুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে নরসিংদী মডেল থানায় মামলা করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, হামলায় অংশ নিয়েছেন ১০ হাজার থেকে ১২ হাজার ব্যক্তি। তবে ভেতরে ঢুকে তাণ্ডব চালিয়েছেন অন্তত এক হাজার লোক।

জেলা প্রশাসক বদিউল আলম বলেন, ‘পালিয়ে যাওয়া বন্দীদের আত্মসমর্পণের জন্য এলাকায় এলাকায় মাইকিং করা হচ্ছে। তারা দু-একজন করে আসছেন। আমাদের ধারণা, বেশির ভাগ বন্দীই স্বেচ্ছায় আত্মসমর্পণ করবেন।’