সারা বাংলা

মাটির নিচে মিললো ৭৮টি গুলি

নীলফামারীর সৈয়দপুরে বাড়ি নির্মাণের জন্য মাটি খননকালে রাইফেলের ৭৮টি গুলি পেয়েছেন শ্রমিকেরা।পুলিশের ধারণা, পুঁতে রাখা এসব গুলি মুক্তিযুদ্ধের সময়কার।

রোববার (২৮ জুলাই) দুপুরে উপজেলার নতুন বাবুপাড়া সাদ্দাম মোড়ে কাজী গোলাম আব্দুল কাদের বিপুলের নতুন বাড়ির নির্মাণের জন্য মাটি খননের সময় গুলিগুলো পান শ্রমিকরা।

পুলিশ ও স্থানীয়রা জানান, কাজী গোলাম আব্দুল কাদের বিপুল একটি বহুতল ভবন নির্মাণ করছেন। দুপুরে আরসিসি পিলারের ব্যাচ ঢালাই করতে গিয়ে শ্রমিকদের কোদালের সঙ্গে ভারী কিছু আটকে যায়। শ্রমিকেরা মাটি সরিয়ে একটি প্লাস্টিকের ব্যাগে মোড়ানো অবস্থায় ৭৮টি গুলি দেখতে পান। পরে স্থানীয় ব্যক্তিদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গুলিগুলো উদ্ধার করে। 

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম বলেন, উদ্ধার হওয়া গুলিগুলোতে মরিচা ধরেছে। এর মধ্যে কিছু গুলি ভেঙেও গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গুলিগুলো মুক্তিযুদ্ধের সময়ের।