সারা বাংলা

সাভারে ২১ লাখ টাকার হেরোইনসহ গ্রেপ্তার ২

ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় ২০৮ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪ এর সদস্যরা। তারা হলেন, রাজশাহীর আদিল ইসলাম (৩৮) ও মো. কবির হোসেন ওরফে শাহীন (৩৫)।

সোমবার (২৯ জুলাই) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, সকালের দিকে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকায় অভিযান চালিয়ে ২১ লাখ টাকা মূল্যমানের ২০৮ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তারা বেশ কিছু দিন ধরে গোপনে দেশের বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে ঢাকা জেলার সাভার, ধামরাই, আশুলিয়াসহ আশপাশের এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের কাছে বিক্রি করতেন।

র‌্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।