সারা বাংলা

নড়াইলে মেয়র আঞ্জুমান আরার নামে দুদকের মামলা

সম্পদ অর্জনের তথ্য গোপন করার অভিযোগে নড়াইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌরসভার মেয়র আঞ্জুমান আরার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

মঙ্গলবার (৩০ জুলাই) বিকেলে যশোর স্পেশাল জজ আদালতে এ মামলা দায়ের করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে রয়েছেন দুদকের সহাকারী পরিচালক মো. জালাল উদ্দিন। 

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয় যশোরের উপ-পরিচালক মো. আল আমিন।

মামলা বিবরণীতে উল্লেখ করা হয়, নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৩২ লাখ ১৮ হাজার ৯৯৯ টাকার সম্পদ অর্জনের বিষয়টি গোপন করে তথ্য প্রদান করেন। আঞ্জুমান আরা ১৯৮৭ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চাকরি করেন। ২০০০ সালে প্রধান শিক্ষক হিসেবে পদোন্নতি লাভ করেন। পৌরসভা নির্বাচনে অংশ গ্রহণের জন্য ২০১৫ সালের ডিসেম্বর মাসে স্বেচ্ছায় চাকরি থেকে অবসর নেন। পরবর্তীতে তিনি ২০২১ সালের ৩০ জানুয়ারি নড়াইল পৌরসভার প্রথম নারী মেয়র হিসেবে নির্বাচিত হয়ে দায়িত্বভার গ্রহণ করেন। 

২০১৩ সালের ১৯ মার্চ দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে আঞ্জুমান আরা নিজ নামে ৪টি দলিলমূলে ক্রয়কৃত নড়াইল সদর উপজেলা এলাকায় মোট ১২৭.৫ শতক ডাঙ্গা/ধানী জমি, ১২০০ বর্গফুটের দ্বিতল বাড়িসহ মোট ৫৩ লাখ ৩৯ হাজার ৫০০ টাকার স্থাবর সম্পদ থাকার তথ্য এবং অস্থাবর সম্পদ হিসেবে ৫টি ব্যাংক অ্যাকাউন্টে গচ্ছিত ৭ লাখ ১৭ হাজার ৭১২ টাকা ও সঞ্চয়পত্র ২৩ লাখ টাকা ও মোট ৩০ লাখ ১৭ হাজার ৭১২ টাকার অস্থাবরসহ সর্বমোট ৮৩ লাখ ৫৭ হাজার ২০২ টাকার সম্পদ থাকার তথ্য ঘোষণা করেন।

অভিযোগটি যাচাইকালে তার নামে ৫৩ লাখ ৩২ হাজার ৫০০ টাকার স্থাবর সম্পদ ও ৬২ লাখ ৩৯ হাজার ৪০০ টাকায় অস্থাবর সম্পদসহ সর্বমোট ১ কোটি ১৫ লাখ ৭৫ হাজার ৯১০ টাকার সম্পদ থাকার তথ্য পায় দুদক। আঞ্জুমান আরা দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৩২ লাখ ১৮ হাজার ৬৯৮ টাকার সম্পদ থাকার তথ্য গোপন করে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদান করে শাস্তিযোগ্য অপরাধ করেছেন বলে মামলার বিবরণীতে উল্লেখ করা হয়। 

অভিযোগের বিষয়ে নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা বলেন, তথ্য বিবরণীতে আমি সম্পদের কোনো তথ্যই গোপন করিনি। আর আমার অবৈধ অর্জিত কোনো সম্পদও নেই। তারপরও মামলা কেন করছে আমার বোধগম্য নয়। তবে আমি আইনি প্রক্রিয়ায় আসবো।