সারা বাংলা

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৪, মোট ৫৬৬

বন্দর নগরী চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলনের নাশকতার মামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৩৪ জনকে গ্রেপ্তার করেছে নগরের বিভিন্ন থানা পুলিশ। এ নিয়ে চট্টগ্রামে নাশকতার ২২ মামলায় মোট ৫৬৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

বুধবার (৩১ জুলাই) দুপুরে সিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ জানায়, কোটা আন্দোলনকে ঘিরে চট্টগ্রাম নগরীর বিভিন্নস্থানে হত্যা, দাঙ্গা ও সরকারি কাজে বাধাদানের অভিযোগে এবং বিস্ফোরক আইনে পুলিশ বাদী হয়ে মোট ২২টি মামলা দায়ের করেছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব মামলার আসামিদের শনাক্ত করে এখন পর্যন্ত মোট ৫৬৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে আজ বুধবার ১২টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় গ্রেপ্তার করা হয়েছে ৩৪ জনকে।