ঝালকাঠির নলছিটিতে মসজিদে আজান দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আনছার আলী হাওলাদার (৫৮) নামে এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে।
বুধবার (৩১ জুলাই) বিকেলে উপজেলার কুলকাঠি ইউনিয়নের বারইকরন গ্রামের সাবেক চেয়ারম্যান সৈয়দ হোসেনের বাড়ির মসজিদে এ ঘটনা ঘটে।
নিহত আনছার আলী হাওলাদার ওই গ্রামের মৃত আব্দুল সত্তার হাওলাদারের ছেলে। নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুরাদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আনছার হাওলাদার দীর্ঘদিন ধরে ওই মসজিদে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করছিলেন। বুধবার আসরের আজান দেওয়ার জন্য মাইক্রোফোন হাতে নিলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।