বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে ৯ দফা দাবিতে পঞ্চগড়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা গণমিছিল ও সমাবেশ করছেন। বৃষ্টি উপেক্ষা করে কর্মসূচিতে শিক্ষার্থীদের ঢল নামে। এ সময় তাদের সঙ্গে যোগ দেন অভিভাবকসহ নানা শ্রেণি-পেশার মানুষ।
শনিবার (৩ আগস্ট) দুপুরে জেলা শহরের চৌড়ঙ্গী মোড় এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের ব্যানারে সমাবেশ করেন শিক্ষার্থীরা। এ সময় শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শহর।
এদিকে শিক্ষার্থীদের কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে আছেন। তবে কোথাও বাধা দেওয়ার কোনো ঘটনা ঘটেনি। শিক্ষার্থীরা অবস্থান নেওয়ায় ঢাকা-পঞ্চগড় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।
সমাবেশে বক্তব্য রাখেন- সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা নাজমুল হক প্রধান, আইনজীবী হাবিব আল আমীন ফেরদৌস, কলেজশিক্ষক রফিকুল ইসলাম, সাংবাদিক সরকার হায়দার প্রমুখ।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলন একটি যৌক্তিক আন্দোলন ছিলো। সেই আন্দোলন এখন গণমানুষের আন্দোলনে পরিণত হয়েছে। শিক্ষার্থীদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনকারীদের পাশে থাকার ঘোষণা দেন তারা।
এর আগে, আন্দোলনের প্রধান সমন্বয়ক ফজলে রাব্বির নেতৃত্বে পঞ্চগড় সদর হাসপাতালের সামনে থেকে একটি গণমিছিল বের হয়। মিছিলটি চৌড়ঙ্গী মোড়ে এসে সমাবেশে রূপ নেয়।