সারা বাংলা

দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে জাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আন্দোলনরত শিক্ষার্থীরা। শনিবার (৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে সড়কে অবস্থান নেন তারা। দুপুর ২টার দিকে অবরোধ তুলে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারের সামনে সমবেত হন শিক্ষার্থীরা। এর ফলে ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদ ভবন সংলগ্ন মহুয়া মঞ্চের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। আন্দোলনরত শিক্ষার্থীদের মিছিলে যোগ দেন কয়েকজন শিক্ষক। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। এসময় আন্দোলনকারীদের বিভন্ন স্লোগান দিতে শোনা যায়।

এর আগে, সকাল ১১টার দিকে জাবির প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়েছিলেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে দেওয়ার জন্য প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন তারা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাবি সমন্বয়ক আব্দুর রশিদ জিতু বলেন, ‘২৪ ঘণ্টার মধ্যে আবাসিক হল খুলে দেওয়া না হলে আমরা কঠোর আন্দোলনে যাব।’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও জাবির বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন ‘জাতীয়বাদী শিক্ষক ফোরাম’র নির্বাহী সদস্য জামাল উদ্দিন রুনু বলেন, ‘বাংলাদেশের এখন সব পেশাজীবী মানুষ এখন রাস্তায় আছেন একটি দাবিতে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরিফ সোহেলকে ৪০ ঘণ্টা গুম রাখার পরে তাকে ডিবি কার্যালয়ের মাধ্যমে আদালতে নেওয়া হয়েছে। রিমান্ডে নিয়ে অত্যাচারের করে তাকে ছয়দিন পর আবারও আদালতে নেওয়া হয়েছে। আরিফ সোহেলের মুক্তি জরুরি, বিশ্ববিদ্যালয়ের হলগুলো অবিলম্বে খুলে দিয়ে ছাত্রদের নিরাপত্তা দেওয়া উচিৎ। প্রশাসন এখন প্রহসন করছে। জাবিতে সেদিন রাতে যে ঘটনা ঘটেছে, সেটির বিচার চাই।’

আন্দোলনরত  শিক্ষার্থীরা যখন সড়ক অবরোধ করেন সেই মুহূর্তে ঢাকা-আরিচা মহাসড়কের বিশ মাইল, নবীনগর, ডেইরি গেটসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশের উপস্থিতি লক্ষ্য করা যায়নি।