বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি অনুযায়ী ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর জেলখানা মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন আন্দোলনকারীরা।
শনিবার (৩ আগস্ট) বেলা ৩টা থেকে মহাসড়ক দখলে নিয়ে বৃষ্টিতে ভিজে বিক্ষোভ কর্মসূচি পালন করতে থাকে আন্দোলনকারীরা। এ সময় ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এদিকে শিক্ষার্থীদের আন্দোলন শুরুর পর থেকে আশপাশের দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা। এ সময় মাথায় জাতীয় পতাকা বেঁধে আন্দোলকারীরা প্ল্যাকার্ড হাতে নিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। আন্দোলনকারীদের স্লোগানে মুখর হয়ে ওঠে জেলখানা মোড়ের চারপাশ।
বিকেল পৌনে ৬টায় মাইক দিয়ে ঘোষণা দিয়ে আজকের দিনের কর্মসূচি শেষ করে আন্দোলনকারীরা পরবর্তী দিন রোবারের (৪ আগস্টের) কর্মসূচি ঘোষণা দেন। কর্মসূচি শেষে মহাসড়ক থেকে আন্দোলনকারীরা সরে গেলে ঢাকা সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
তবে শনিবারের কর্মসূচিতে নরসিংদীর জেলখানা মোড়ের আশেপাশে কোনো পুলিশ সদস্যকে দেখা যায়নি।