দেশের চলমান অস্থির পরিস্থিতির মধ্যেই পাবনার ভাঙ্গুড়া থানার ওসিসহ ৮ পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তবে কেন একসঙ্গে একই থানার এতোজন কর্মকর্তা বদলি করা হয়েছে তার সুনির্দিষ্ট কোনো কারণ জানাতে পারেননি পুলিশ সুপার আব্দুল আহাদ।
গত ৩০ জুলাই বাংলাদেশ পুলিশ হেডকোর্টার্স এর অ্যাডিশনাল ডিআইজি (গ্রেড-১) অ্যাডমিনিস্ট্রেশন কামরুল আহসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
বদলি হওয়া ৮ কর্মকর্তা হলেন, ভাঙ্গুড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আজাবুল ইসলাম, ডিএসবির উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আমির হামজা, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সায়েদুল ইসলাম, উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম, উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হাই মোত্তালেব ও উপ-পরিদর্শক (এসআই) আকরামু ইসলাম।
বদলি হওয়াদের মধ্যে ওসি নাজমুল হককে ময়মনসিংহ রেঞ্চের ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। অন্য ৭ জনকে সিলেট, বান্দরবান ও রাঙ্গামাটিতে বদলি করা হয়েছে।
শনিবার (২ আগস্ট) ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ‘গত ১ আগস্ট বদলির আদেশ পেয়েছি। কেন, কী কারণে বদলি করা হয়েছে সে বিষয়ে কিছু বুঝতে পারছি না।’
পাবনার পুলিশ সুপার আব্দুল আহাদ বলেন, ‘পুলিশ হেডকোয়ার্টার থেকে এই সংক্রান্ত নথি আসায় তিনি বিষয়টি অবগত হয়েছেন।’
কী কারণে এই ৮ পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে তা জানাতে পারেননি পুলিশ সুপার।