সারা বাংলা

কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন ৪ এইচএসসি পরিক্ষার্থী

কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার ৪ জন এইচএসসি পরীক্ষার্থী গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। তাদের মধ্যে তিনিজন ছিলেন হাইসিকিউরিটি কারাগারে এবং একজন ছিলেন কারাগার পার্ট-২ এ।

শনিবার (৩ আগস্ট) দুপুর দেড়টার দিকে কারাগার থেকে বের হন শিক্ষার্থীরা। কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেল সুপুর সুব্রত কুমার বালা ও পার্ট-২ এর সুপার আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মুক্তিপ্রাপ্তরা হলেন, কিশোরগঞ্জের বাজিতপুর থানার বালিগাও এলাকার নজরুল ইসলাম খোকনের ছেলে মিনহাজুল ইসলাম আব্দুল্লাহ, নরসিংদীর জগলী বীরপুর এলাকার মির্জা সিদ্দিকুর রহমানে ছেলে মির্জা সাদিকুল রহমান, নরসিংদী, রায়পুরা থানার করিমগঞ্জ এলাকার রতন ভুইয়ার ছেলে রাতুল ভুইয়া ও খুলনার ডুমুরিয়া এলাকার নূরুল ইসলামের ছেলে মো. হেলাল। 

হাইসিকিউরিটি  কেন্দ্রীয় কারাগারের জেল সুপুর সুব্রত কুমার বালা জানান, তার কারাগারে ছিলেন এইচএসসি পরিক্ষার্থী তিন জন। তাদের জামিনের কাগজ শনিবার সকালে কারাগারে পৌঁছালে তা যাচাই বাছাই করা হয়। দুপুর দেড়টার দিকে তাদের স্বজনের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। তারা নরসিংদী থানায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলার আসামি।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর সুপার আমিরুল ইসলাম জানান , খুলনার শিক্ষার্থী হেলাল যাত্রাবাড়ি থানা এলাকা থেকে গ্রেপ্তার হলে তাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়। তার জামিনের কাগজ যাচাই বাছাই শেষে শনিবার বেলা ২টায় তার মায়ের কাছে তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে।