সারা বাংলা

শিবগঞ্জে ঢাকা রেঞ্জের ডিআইজির বাড়ি ভাঙচুর

ঢাকা মেট্টোপলিটন রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলামের বাড়ি ভাঙচুর এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব জিল্লার রহমানের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন।

সোমবার (৫ আগস্ট) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ পৌর এলাকার জালমাছমারিতে ডিআইজি সৈয়দ নরুল ইসলামের ও শিবগঞ্জ বাজারে জিল্লার রহমানের বাড়িতে হামলা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, আজ বিকেলে দুর্বৃত্তরা জিআইজি সৈয়দ নরুল ইসলামের বাড়িতে ভাঙচুর চালায়। একই সঙ্গে তার গঠন করা জিকে ফাউন্ডেশনে আগুন দেয় দুর্বৃত্তরা। তারা চলে গেলে স্থানীয় লোকজন গিয়ে আগুন নিভিয়ে ফেলেন। জিল্লার রহমানের বাড়িতে আগুন দেওয়া হলে দুটি মোটরসাইকেল ও গাড়ি পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান ।

শিবগঞ্জ থানার ওসি মো. সাজ্জাদ হোসেন জানান, সাবেক সচিব জিল্লার রহমান এবং ঢাকা রেঞ্জের ডিআইজি নুরুল ইসলামের বাড়ি ভাঙচুর করা হয়েছে। সাবেক সচিবের বাড়িতে আগুন দেওয়া হলে মোটরসাইকেল ও গাড়ি পুড়ে যায়।