কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহারের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা।
সোমবার (৫ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে কুমিল্লা নগরীর মনোহরপুর মুন্সেফবাড়ি এলাকায় অবস্থিত সংসদ সদস্যের বাড়িতে হামলা হয়।
স্থানীয়রা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন এমন খবরে রাস্তায় নেমে উচ্ছ্বাস প্রকাশ করেন বিভিন্ন বয়সী মানুষজন। এ সময় কয়েকশ মানুষ আ ক ম বাহাউদ্দীন বাহারের বাড়ির ভেতরে প্রবেশ করেন। তারা বাড়িটি ভাঙচুর করেন এবং অগ্নিসংযোগ করেন। তারা কুমিল্লা মহানগর আওয়ামী লীগের বহুতল একটি ভবনেও আগুন ধরিয়ে দেন।