সারা বাংলা

গাইবান্ধা শহিদ মিনারে আন্দোলনকারীদের শ্রদ্ধা নিবেদন 

গাইবান্ধা পৌর শহিদ মিনারে জাতীয় পতাকা উত্তোলন করে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা। সোমবার (৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে এই কর্মসূচি পালন করেন আন্দোলনের সমন্বয়ক ও শিক্ষার্থীরা।

এর আগে, আজ বিকেলে সেনা প্রধানের বক্তব্য শেষে শিক্ষার্থীরা গাইবান্ধা শহরে আনন্দ মিছিল বের করেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সব সড়ক প্রদক্ষিণ শেষে পৌর শহিদ মিনারে গিয়ে শেষ হয়। এসময় শিক্ষার্থীরা ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’ সহ অসংখ্য দেশাত্মবোধক গান পরিবেশন করেন। 

গাইবান্ধার এসকেএস স্কুল এন্ড কলেজের ছাত্র এবং কোটা সংস্কার আন্দোলনের সহ-সমন্বয়ক অতনু সাহা রাইজিংবিডিকে বলেন, ‘আমরা ভাবতেও পারিনি, গাইবান্ধাবাসী এভাবে আমাদের সমর্থন দেবেন। আমরা আনন্দিত এবং খুবই উচ্ছ্বসিত। নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা ভূমিকা রাখতে চাই।’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গনিত বিভাগের শিক্ষার্থী এবং কোটা সংস্কার আন্দোলনের গাইবান্ধা জেলা সমন্বয়ক সাইদ সিয়াম বলেন, ‘আমরা চাই, নীতি-নৈতিকতা সম্পন্ন মানুষদের সমন্বয়ে গঠিত একটি দল এই দেশ চালাবে।’