সারা বাংলা

চুয়াডাঙ্গায় যুবলীগ নেতার বাড়িতে আগুন, নিহত ৪

চুয়াডাঙ্গা শহরের সিনেমা হলপাড়ায় আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি আরেফিন আলম রঞ্জুর বাড়িতে দেওয়া আগুনে পুড়ে চারজন নিহত হয়েছেন। আগুনে পুড়ে বিকৃত হয়ে যাওয়ায় নিহত ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি।

সোমবার (৫ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে। 

চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে তিনটার দিকে অজ্ঞাত পরিচয় একদল লোক আরেফিন আলমের বাড়ির প্রধান ফটক ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। এ সময় আরেফিন আলম তাঁর ব্যক্তিগত শটগান দিয়ে একটি গুলি করেন। এরপর বেলা সাড়ে চারটার দিকে একদল লোক সেখানে আসে এবং বাড়ির ফটক ভেঙে ভেতরে ঢুকে যায় ও ভাঙচুর শুরু করে। ছয়তলা বাড়িটি ভাঙচুর চলাকালে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে বিকেল সাড়ে পাঁচটার দিকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। আগুন নেভানোর সময় ফায়ার সার্ভিসের সদস্যরা পুড়ে অঙ্গার হওয়া চার পুরুষের মরদেহ উদ্ধার করে। 

এর আগে বিক্ষুব্ধ জনতা জেলা আওয়ামী লীগের কার্যালয়, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার, চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার, দামুড়হুদা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলী মুনসুরের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। চুয়াডাঙ্গা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতাকারী দীলিপ কুমার আগরওয়ালার ব্যক্তিগত ও রাজনৈতিক কার্যালয়ে আগুন দেওয়া হয়।