ফরিদপুরে কোটা সংস্কার আন্দোলন চলাকালে বিভিন্ন থানায় পুলিশের করা মামলায় গ্রেপ্তার ৬৫ জনকে জামিন দিয়েছেন আদালত। মঙ্গলবার (৬ আগস্ট) সকালে ফরিদপুরের সদর, ভাঙ্গা ও সদরপুর আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা বন্দিদের জামিনের আদেশ দেন। পরে দুপুরে কারাগার থেকে মুক্তি পান তারা।
আসামি পক্ষের আইনজীবী এ. আর. লিটন জানান, ফরিদপুরের তিনটি থানায় পুলিশের করা মামলায় গ্রেপ্তার হওয়া সবাই জামিনে মুক্ত হয়েছেন। শুধু ভাঙ্গা থানায় মিসকেস হওয়া কয়েকজনের জামিন শুনানি পরবর্তী শুনানির জন্য নির্ধারন করেছেন আদালত।
ফরিদপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবরার নাদিম ইতু বলেন, আজ আমাদের জাতির আনন্দের দিন। আজ আদালত আমাদের আন্দোলনে আটক ৬৫ জনকে মুক্তি দিয়েছেন।
সদরপুর আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গৌর চন্দ্র সাহা, ফরিদপুর সদর আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান এবং ভাঙ্গা আদালতের বিচারক মো. নাছিম গ্রেপ্তারকৃতদের জামিন আদেশ দেন।