সারা বাংলা

ভারতে পালানোর সময় রাসিক হিসাব সংরক্ষক আটক

ভারত পালানোর সময় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) হিসাব সংরক্ষণ কর্মকর্তা নিজামুল হোদাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় তার কাছ থেকে নগদ তিন লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ইমিগ্রেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। 

গ্রেপ্তার নিজামুল হোদা রাজশাহীর বোয়ালিয়া উপজেলার উপ শহরের হাউজিং এষ্টেট এলাকার মো. সাইদুর রহমানের ছেলে।

লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, রাজশাহী সিটি করপোরেশনের হিসাব সংরক্ষণ কর্মকর্তা নিজামুল হোদা ভারত পালাবেন এমন সংবাদ পেয়ে বিজিবির সদস্যরা সতর্ক অবস্থান নেয়। পরে বিজিবির টহলদল নগদ টাকাসহ তাকে আটক করতে সক্ষম হয়।