পাবনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীদের চিকিৎসার জন্য অর্থ সহযোগিতা তুলছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বুধবার (৭ আগস্ট) দুপুর থেকে শহরের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে ঘুরে ঘুরে বক্সের মাধ্যমে অর্থ তোলেন তারা। ব্যবসায়ী-পথচারীরা যে যতটুকু পেরেছেন, তাদের সহযোগিতা করেন।
শিক্ষার্থীরা জানান, গত ৫ আগস্ট পাবনা শহরে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে আওয়ামী লীগের নেতারা গুলিবর্ষণ করায় কয়েক জন নিহত ও অন্তত অর্ধশত শিক্ষার্থী গুলিবিদ্ধসহ আহত হয়। তাদের পরিবারের পক্ষে তাদের চিকিৎসা চালানো কঠিন হয়ে পড়েছে। তাই অর্থ সাহায্য তোলার উদ্যোগ নিয়েছেন তারা।
এ সময় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অনন্যা সুলতানা, সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী তামান্না হাসান পুষ্পা, ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি শিক্ষার্থী মরিয়ম আক্তার মৌ, পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী আফসানা, সিরাজুম মুনিরা প্রমুখ উপস্থিত ছিলেন।