সারা বাংলা

চট্টগ্রামে টানেল থেকে সরানো হলো বঙ্গবন্ধুর নামফলক

চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত দেশের প্রথম টানেল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামফলক সরিয়ে নেওয়া হয়েছে।

বুধবার (৭ আগস্ট) টানেল কর্তৃপক্ষ নামফলক সরিয়ে ফেলেন। সরকারি সিদ্ধান্ত না হলেও নিরাপত্তার স্বার্থে নামফলক খুলে ফেলা হয়েছে বলে জানানো হয়েছে।

টানেলের সহকারী প্রকৌশলী (টোল ও ট্রাফিক) তানভীর রিফাত বলেন, টানেলের নাম পরিবর্তনের সরকারিভাবে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে টানেলের নিরাপত্তার স্বার্থে নামফলক খুলে রাখা হয়েছে।