সারা বাংলা

শৃঙ্খলা ও পরিচ্ছন্নতার দায়িত্ব নিয়ে আজকেও শিক্ষার্থীরা সড়কে

দেশব্যাপী সাধারণ শিক্ষার্থীরা গত দুইদিন ধরে সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতা কাজ করছেন। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশব্যাপী ভাঙচুর, অগ্নিসংযোগ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিভিন্ন স্থানে থানায় হামলার মাধ্যমে পুলিশ নিহতের ঘটনাও ঘটেছে। বর্তমানে দেশের কোথাও ট্রাফিক পুলিশের কার্যক্রম বিদ্যমান নেই। এই পরিস্থিতিতে সড়কের যান চলাচল নির্বিঘ্ন রাখতে সাধারণ শিক্ষার্থীরা সড়কে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করছেন। পাশাপাশি তারা সড়ক ও এর আশপাশে জমে থাকা ময়লা আবর্জনাও পরিষ্কার করছেন। বিষয়টি বিভিন্ন মহলে প্রসংশিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ আগস্ট) রাজধানী ঢাকাসহ দেশব্যাপী শিক্ষার্থীদের ট্রাফিক নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতা কাজ করতে দেখা গেছে।

খুলনা: খুলনার সড়কে শৃঙ্খলা ধরে রাখতে ঝুঁকি নিয়ে কাজ করছেন শিক্ষার্থীরা। সড়কে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষার্থীদের সঙ্গে দেখা গেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ  এবং নিচসার সদস্যদেরও। 

ট্রাফিক পুলিশের সদস্যরা দায়িত্বে না থাকায় যানজট নিয়ন্ত্রণ ও ট্রাফিক আইন বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছেন তারা। সড়কে যানজট কমাতে অ্যাম্বুলেন্স, রিকশা, প্রাইভেটকার ও মোটরসাইকেল চলাচলের জন্য কয়েকটি লেনে ভাগ করে দেওয়া হয়েছে। মোটরসাইকেল চালকদের হেলমেট পরতেও বাধ্য করা হচ্ছে।

গোপালগঞ্জ: সারাদেশে পুলিশের কর্ম-বিরতির কারণে সড়কের যানযট নিরসনে দেশের অন্যান্য স্থানের মতো গোপালগঞ্জেও ট্রাফিকের দ্বায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার সকাল থেকে জেলা সদরের বিভিন্ন কলেজের বিএনসিসি’র সাথে সংযুক্ত শিক্ষার্থীরা রাস্তার মোড়ে মোড়ে অবস্থান নেন। তারা শহরের প্রধান সড়কের পৌরপার্ক মোড়, লঞ্চঘাট মোড়, প্রেসক্লাব মোড় ও কাঁচা বাজার মোড়ে ট্রাফিকের দ্বায়িত্ব পালন করেন। যানবাহন চালক ও মোটরসাইকেল চালকরা ট্রাফিক মেনেই রাস্তায় চলাচল করেছে। ফলে জেলার ব্যস্ততম সড়কগুলোসহ অন্যান্য সড়কগুলো জানযটমুক্ত থাকায় সাধারণ মানুষ নির্বিঘ্নে লাচল করতে পারছে।

চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গায় সাধারণ শিক্ষার্থীরা ট্রাফিক নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্ন শহর গাড়তে নিজেরাই পরিচ্ছন্নতার কাজে নেমেছেন। ‘আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে? শিক্ষার্থীরা জাগলে মাগো দেশের উন্নয়ন হবে।’ এই স্লোগান বুকে ধারণ করে চুয়াডাঙ্গার সাধারণ শিক্ষার্থীরা পরিচ্ছন্ন শহর গড়তে পরিস্কার পরিচ্ছন্নতার কাজ শুরু করেছেন। বৃহস্পতিবার (৮ জুলাই) বিকালে চুয়াডাঙ্গা শহীদ মিনার থেকে শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ এ কর্মসূচিতে অংশ নেন। এর আগে সকাল থেকে সড়ক নিয়ন্ত্রণে কাজ করেছেন শিক্ষার্থীরা।

নাটোর: নাটোর শহরে যানজট নিরসনে দ্বিতীয় দিনের মতো স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা শিক্ষার্থী, জেলা স্কাউট, রেড ক্রিসেন্ট ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সদস্যরা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন। বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল থেকে যানজট নিরসনে কাজ করছেন তারা। শহরের ব্যস্ততম এলাকা ছায়াবাণী মোড়, স্টেশন বাজার ও মাদ্রাসা মোড়ে ট্রাফিক পুলিশ না থাকায় এসব স্থানে বুধবার থেকে তারা ট্রাফিক নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করছেন।

পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে স্বেচ্ছাসেবক দল। বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পৌর শহরের বিভিন্ন এলাকায় ঝাড়ু ও বেলচা হাতে তারা এ পরিচ্ছন্নতা অভিযান চালান। এর আগে নেতাকর্মীদের নিয়ে বিএনপি কার্যালয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।