শেখ হাসিনা সরকার পতনের পর পাবনার বিভিন্নস্থানে হামলা, ভাঙচুর–লুটপাটের ঘটনা ঘটেছে। এসব ঘটনার সঙ্গে বিএনপি’র কোনও নেতাকর্মী জড়িত নেই বলে দাবি করেছেন জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।
বৃহস্পতিবার (৮ আগস্ট) দিবাগত রাতে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন। হাবিবুর রহমান হাবিব বলেন, হামলা, ভাঙচুর–লুটপাটের ঘটনার সঙ্গে বিএনপির কোনও নেতাকর্মী জড়িত থাকার প্রমাণ পেলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খোন্দকার, যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ খান মন্টু, আনিসুল হক বাবু, শেখ তুহিন, নুর মোহাম্মদ মাসুদ বগা, সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট মির্জা আজিজুল ইসলাম প্রমুখ।