সারা বাংলা

চুয়াডাঙ্গায় বাজার মনিটরিং করলো শিক্ষার্থীরা

চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদকে সঙ্গে নিয়ে বাজার মনিটরিং করেছেন শিক্ষার্থীরা। শুক্রবার ( ৯ আগস্ট) সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত দুই ঘণ্টা শহরের কাঁচা বাজার ও মাছ-মাংসের বাজারে ঘুরে দেখেন তারা। এসময় শিক্ষার্থীরা পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের ক্রয়মূল্য ও বিক্রয় মূল্যের মধ্যে সমন্বয় রেখে পণ্য বিক্রির আহ্বান জানান।

চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ বলেন, ‘ছাত্র আন্দোলনের মাধ্যমে দেশের সরকারের পরিবর্তন হয়েছে। ছাত্ররা আজ আমাকে নিয়ে বাজার মনিটরিং করছে। আমি মনে করি, তাদের সহযোগিতা অবব্যাহত থাকলে বাজারের নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর দাম নিয়ন্ত্রণে আসবে। ফলে ভোক্তারা সুফল পাবেন।’  

বাজার মনিটরিং বিষয়ে ছাত্র সংগঠন রাজশাহী ইউনিভার্সিটি স্টুটেন্ড অ্যাসোসিয়েশন অব চুয়াডাঙ্গা (রুসাক) কমিটির সভাপতি শরিফুল ইসলাম বলেন, ‘যারা সিন্ডিকেট এবং মজুতদার তাদের আড়ত ও কোল্ড স্টোরেজগুলোতেও আমরা যাবো।’