সারা বাংলা

লক্ষ্মীপুরে কাজে ফিরছে পুলিশ

সেনাবাহিনীর সহায়তায় লক্ষ্মীপুর সদর থানায় যোগ দিতে শুরু করেছেন পুলিশ সদস্যরা। শুক্রবার (৯ আগস্ট) রাতে লক্ষ্মীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াছিন ফারুক মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে, দুর্বৃত্তদের পুড়িয়ে দেওয়া রামগঞ্জ থানায় এখনো কোনো পুলিশ সদস্য যোগ দেয়নি ।

ওসি ইয়াছিন ফারুক মজুমদার জানান, সেনাবাহিনীর সদস্যরা থানার থানায় অবস্থান নিয়েছেন। এখন পর্যন্ত প্রায় ৭০ জন পুলিশ সদস্য সদর থানায় হাজির হয়েছেন। আরও প্রায় ৩০ জন সদস্য খুব তাড়াতাড়ি থানায় ফিরবেন। সবার সম্মিলিত সহায়তায় চলমান সংকট দ্রুতই কেটে যাবে বলে আশা করছি।

সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল শফিকুল ইসলাম জানান, জেলার প্রতিটি থানায় সেনাবাহিনীর ২১-২২ জন সদস্য অবস্থান নিয়েছেন। তারা পুলিশকে সব ধরনের সহযোগিতা করবেন।