সারা বাংলা

‘কোনো অর্ডার বাতিল হয়নি, বিদেশি বায়াররা পজিটিভ’

বিজিএমইএ পরিচালক ও স্প্যারো অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শোভন ইসলাম বলেছেন, ‘সাম্প্রতিক ঘটনার জেরে আমরা এখন পর্যন্ত কোথাও কোনো অর্ডার বাতিলের খবর পাইনি। বিদেশি বায়াররা সবাই পজিটিভ।’

শনিবার (১০ আগস্ট) সকালে গাজীপুর মহানগরীর লক্ষ্মীপুরা এলাকায় স্প্যারো অ্যাপারেলস লিমিটেডের কারখানা পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

শোভন ইসলাম বলেন, ‘সেনাবাহিনীর টাস্কফোর্সের সহায়তায় বুধবার থেকে কারখানা চালু হয়েছে। সেই দিন ৮১ শতাংশ কারখানা খোলা ছিল। তবে আজ শতভাগ কারখানা খোলা এবং উপস্থিতিও শতভাগ।’

এ সময় আরও উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের কর্মকর্তা কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন, বাংলাদেশ পোশাক প্রস্ততকারক ও রপ্তানিকারক সমিতির এডিশনাল সেক্রেটারি মনসুর খালেদ, শিল্প উদ্যোক্তা তামান্না ফারুক, স্প্যারো অ্যাপারেলস লিমিটেড কারখানার সিইও শরিফুল রেজা প্রমুখ।