সারা বাংলা

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের নাম পরিবর্তন করলেন শিক্ষার্থীরা

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের নাম পরিবর্তন করলেন শিক্ষার্থীরা

ঢাকা-মাওয়া মহাসড়ক হিসেবে খ্যাত জাতির পিতা বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের নাম পরিবর্তন করে দিয়েছেন  শিক্ষার্থীরা। বঙ্গবন্ধুর নাম মুছে সেখানে জাতির পিতা হযরত ইব্রাহিম (আ.) এক্সপ্রেসওয়ে লেখা ব্যানার টানিয়েছেন তারা।

গত বৃহস্পতিবার (৮ আগস্ট) একদল শিক্ষার্থী কেরানীগঞ্জে ধলেশ্বরী টোল প্লাজার ওপরের অংশে উঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম সম্বলিত ফলকটি ভেঙে ফেলেন। 

শনিবার (১০ আগস্ট) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, ধলেশ্বরী টোল প্লাজারের কার্যক্রম বন্ধ। তবে, গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে। 

টোলপ্লাজার দায়িত্বে থাকা মুন্সীগঞ্জ সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নাহীন রেজা বলেন, ‘নিরাপত্তাজনিত কারণে টোলপ্লাজায় কর্মরত কোনো স্টাফ সেখানে ভয়ে অবস্থান করছেন না। এ কারণে সেখানে আসলে কী ঘটেছে, না দেখে নিশ্চিত করতে পারছি না। আমাদের  স্টাফ আমাকে জানিয়েছেন, বঙ্গবন্ধুর নাম মুছে সেখানে হযরত ইব্রাহিম (আ.) এক্সপ্রেসওয়ে লেখা একটি ব্যানার টানিয়েছেন শিক্ষার্থীরা। ইতোমধ্যে বিষয়টি জেলা প্রশাসক ও আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি। তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।’

তিনি আরও বলেন, ‘সরকারি কোনো প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করার আগে প্রজ্ঞাপন জারি করতে হয়। হুট করে এটি করা সম্ভব না। কেউ করলেও এটি কার্যকর হবে না। কারণ নাম পরিবর্তনের আগে প্রথমে প্রস্তাব যাবে সচিবের কাছে। তারপর অনুমোদন হয়ে আসলে কার্যকর করা হবে। সে পর্যন্ত আগের নামই থাকবে।’