সারা বাংলা

রাজশাহীতে লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান, অনেকে ফেরত দিচ্ছেন

সরকার পতনের দিন রাজশাহীর বিভিন্ন স্থানে লুট হয়ে যাওয়া মালামাল উদ্ধারে মাঠে নেমেছেন সেনাবাহিনীর সদস্যরা। এ কাজে সঙ্গে নেওয়া হয়েছে শিক্ষার্থী ও রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যদেরও। এরই মধ্যে লুট হওয়া বিভিন্ন ধরনের বেশকিছু মালামাল উদ্ধার হয়েছে।

শনিবার (১০ আগস্ট) প্রথম দিন রাজশাহী নগরীর কোর্ট বুলনপুর এলাকায় লুট হওয়া মালামাল উদ্ধারে অভিযান চালানো হয়। সকাল থেকে হ্যান্ড মাইক নিয়ে বুলনপুর এলাকার অলিগলি ঘুরে ঘুরে সরকারি স্থাপনা থেকে লুটকৃত মূল্যবান মালামাল ফিরিয়ে দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান তারা।

এরপর তাদের সেই আহ্বানে সাড়া দিয়ে মানুষজন দুপুরের পর থেকে লুটকৃত মালামাল ফেরত দিতে শুরু করেন। এ এলাকার পাশেই আইটি পার্ক। ঘটনার দিন সেখানে ব্যাপক লুটপাট চালানো হয়। কেউ কোনোভাবে বাধা না দেওয়ায় ভাঙচুরের পর যে, যেখানে যা পান লুট করে নিয়ে যান। এতে রাষ্ট্রীয় এ স্থাপনার অনেক মূল্যবান জিনিসপত্র খোয়া যায়।

শনিবার বিকেল পর্যন্ত প্রায় অর্ধেকের কাছাকাছি লুটপাট করা সেইসব মালামাল উদ্ধার করা সম্ভব হয়। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্বাবধানে এগুলো তালিকা করা হচ্ছে। যারা জিনিসপত্র ফেরত দিচ্ছেন তাদের নাম-পরিচয় গোপন রাখা হচ্ছে। জমা দেওয়ার পর যাচাই-বাছাই করা হচ্ছে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে হস্তান্তর করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

লুটকৃত মালামাল উদ্ধার অভিযান পরিচালনার সময় সেনাবাহিনীর দায়িত্বরত মেজর মোবাশ্বির হোসেন খান সাংবাদিকদের বলেন, ‘আমরা রেড ক্রিসেন্টসহ সহযোগী সংগঠন নিয়ে মাঠে নেমেছি। লুটপাট করা মালামাল উদ্ধার করা হচ্ছে। এরই মধ্যে বেশ কিছু মামামাল উদ্ধার হয়েছে।

বাকিগুলোও উদ্ধার হবে বলে আশা করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট মালামাল স্ব স্ব প্রতিষ্ঠানে পাঠানো হচ্ছে। পর্যায়ক্রমে অন্য এলাকায় এই কার্যক্রম চলবে।’

এদিকে, সাধারণ শিক্ষার্থীরা শনিবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের নিয়ে নগরীর সাহেববাজার এলাকায় বাজার মনিটরিং করেছেন। পাশাপাশি বিভিন্ন সরকারি স্থাপনায় পাহারা এবং সড়কে ট্রাফিক পুলিশের কাজও করেছেন।