সারা বাংলা

খুলনা আইনজীবী সমিতির ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

খুলনা জেলা আইনজীবী সমিতির তিনটি ব্যাংক হিসাব থেকে প্রায় ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। সমিতির সদ্য সাবেক সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক তারিক মাহমুদ তারার স্বাক্ষরে উল্লিখিত অর্থ উত্তোলন করা হয়। সদস্যদের বিপুল এ অর্থের গরমিলের অভিযোগে সাইফুল ইসলাম ও তারিক মাহমুদ তারার সদস্যপদ স্থগিত করা হয়েছে। একই সাথে সমিতির বাকি দুইটি হিসাব যাচাইয়ে ৫ সদস্যের অডিট কমিটি গঠন ও অর্থ আত্মসাৎ এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে আইনজীবী সমিতির এডহক কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন এডহক কমিটির আহ্বায়ক আব্দুল্লাহ হোসেন বাচ্চু।

তিনি বলেন, আইনজীবীদের বিশেষ কল্যাণ তহবিলের একটি হিসাবে গড়মিল ধরা পড়লে সমিতির গঠনতন্ত্র অনুযায়ী সদস্যপদ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।

সমিতির সদস্য সচিব শেখ নুরুল হাসান রুবা বলেন, খুলনা জেলা আইনজীবী সমিতির বিভিন্ন তহবিলের বিপরীতে তিনটি ব্যাংক একাউন্ট রয়েছে। এর মধ্যে বিগত চার বছরের স্বল্পকালীন কল্যাণ তহবিলের হিসাব যাচাই করে প্রায় ৭৯ লাখ টাকার গরমিল ধরা পড়ে। উল্লিখিত টাকা সাবেক সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক তারিক মাহমুদ তারার স্বাক্ষরে সাইফুলের ম্যানেজার ইশতিয়াক উত্তোলন করেছে। 

তিনি বলেন, এছাড়া গত সাত মাসে জেনারেল ফান্ড থেকে বিল ভাউচারের মাধ্যমে ৭০ লাখ ৭৩ হাজার টাকাসহ ভুয়া বিল দেখিয়ে মোট সাড়ে চার কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। এর বাইরে সদস্য কল্যাণ তহবিল থেকেও প্রায় ৭-৮ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। তবে জেনারেল ফান্ড এবং সদস্য কল্যাণ তহবিলের কাগজপত্র খুঁজে না পাওয়ায় সঠিক হিসাব মেলানো যায়নি। এ কারণে অডিট কমিটি গঠন করা হয়েছে।  

এছাড়া অর্থ আত্মসাতের সঙ্গে সম্পৃক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, এর আগে ৬ আগস্ট স্বেচ্ছাচারি ও দুর্নীতির অভিযোগে খুলনা জেলা আইনজীবী সমিতির কমিটি বিলুপ্ত করে ৫ সদস্যের এডহক কমিটি গঠন করা হয়। ওইদিন সমিতির ১নং হলরুমে সর্বদলীয় আইনজীবী ঐক্যপরিষদ ও সমিতির সকল সাধারণ আইনজীবীদের সমন্বয়ে এক তলবি সভায় এ কমিটি ঘোষণা করা হয়। সমিতির সাবেক সভাপতি আব্দুল্লাহ হোসেন বাচ্চু সভাপতিত্বে ও অ্যাডভোকেট তৌহিদুর রহমান তুষারের পরিচালনায় অনুষ্ঠিত তলবি সভায় সর্বসম্মতিক্রমে বর্তমান ও অনির্বাচিত কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত করে ৫ সদস্যের এডহক কমিটি ঘোষণা করা হয়। কমিটির আহ্বায়ক করা হয় সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুল্লাহ হোসেন বাচ্চু, সদস্য সচিব হয়েছেন সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুল হাসান রুবা, সদস্য তিনজন হলেন যথাক্রমে সাবেক সভাপতি অ্যাডভোকেট মাসুদ হোসেন রনি, সাবেক সহ সভাপতি অ্যাডভোকেট আওসাফুর রহমান ও সাবেক সহ সভাপতি অ্যাডভোকেট হালিমা আক্তার খানম।