চাঁদপুরের মেঘনায় নৌকাডুবে ২ জন নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (১৩ আগস্ট) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ ব্যক্তিরা হলেন- নববধূ উম্মে হানিয়া ফাহিমা (২১) ও তার আত্মীয় সেতু (৩০)।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসী নাঈম খান পরিবারের চার সদস্যকে নিয়ে নৌকাযোগে মেঘনায় ঘুরতে যান। হঠাৎ তাদের নৌকা ডুবে যায়। পরে মাঝিসহ চারজন তীরে উঠলেও নিখোঁজ হন দুই জন।
নাঈমের বাবা জাহাঙ্গীর আলম খান জানান, দুই মাস আগেই নাঈম কোরিয়া থেকে দেশে এসে বিয়ে করেন। মঙ্গলবার তারা নৌকা ভাড়া নিয়ে ঘুরতে বেরিয়েছিল। এর মধ্যে দুর্ঘটনার শিকার হয়।
চাঁদপুর নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান মনির বলেন, নৌকায় মোট ছয় জন ছিলেন। এর মধ্যে, দুই জন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে কোস্টগার্ড চেষ্টা অব্যাহত রেখেছে।
কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের পেটি অফিসার এম শফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমাদের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। নববধূসহ এখনো দুই জন নিখোঁজ রয়েছেন।