সারা বাংলা

রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে ফিরোজ খান (২৮) নামের এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-৫০ ব্লকে তাকে হত্যা করা হয়। 

বুধবার (১৪ আগস্ট) উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত ফিরোজ একই এলাকার মাহমুদ শরীফের ছেলে।

ওসি শামীম হোসেন বলেন, ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-৫০ ব্লকের জনৈক আবু বক্করের বসত ঘরের সামনে একদল দুর্বৃত্ত ফিরোজকে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই ফিরোজের মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাকে হত্যা করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।