সারা বাংলা

আগ্নেয়াস্ত্র হাতে ছবি, মঠবাড়িয়ার যুবদল নেতা বহিষ্কার 

ঢাকায় আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে ছবি তোলা পিরোজপুরের মঠবাড়িয়ার যুবদল নেতা তাহসিন জামান রোমেলকে দল থেকে বহিস্কার করা হয়েছে। 

বুধবার (১৪ আগস্ট) রাতে সংগঠনের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

এতে বলা হয়েছে, জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মাদ নুরুল ইসলাম নয়ন এর সিদ্ধান্ত মোতাবেক  দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে পিরোজপুর জেলা শাখার মঠবাড়িয়া উপজেলা যুবদলের সদস্য সচিব তাহসিন জামান রোমেলকে সদস্য পদসহ দল থেকে বহিস্কার করা হয়েছে। বহিস্কৃত নেতার অপকর্মের কোনো দায়দায়িত্ব দল নিবে না এবং যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীকে তার সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখতে অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, গত ৭ আগস্ট রোমেল নিজেই আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে তার ফেসবুকে একটি ছবি পোস্ট করেন এবং কিছুক্ষণ পরে আবার ছবিটি সরিয়ে নেন কিন্তু এর মধ্যেই ছবিটি বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে। 

জানা গেছে,  ভাইরাল হওয়া তাহসিন জামান রোমেল জেলার মঠবাড়িয়া উপজেলার মঠবাড়িয়া পৌরসভার ৯ নং ওয়ার্ড এলাকার আবু জাফরের ছেলে ও মঠবাড়িয়া উপজেলা যুবদলের সদস্য সচিব।

ভাইরাল হওয়া ওই ছবিতে দেখা যায়, গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পরে বিক্ষুব্ধ জনতা রাজধানীর ভাটারা থানায় আগুন দেয়। সেই জ্বলন্ত থানার সামনে প্রকাশ্যে একটি ভারী আগ্নেয়াস্ত্র নিয়ে ছবি তোলেন  যুবদল নেতা তাহসিন জামান রোমেল।

বহিস্কৃত নেতা রোমেল জানান,  আমি উপজেলা বিএনপির যড়যন্ত্রের শিকার। গত ৫ আগস্ট বিকালে ঢাকার ভাটারা থানায় অগ্নিসংযোগ ও লুটপাটকালে বেশ কিছু আগ্নেয়াস্ত্র রাস্তায় পরিত্যাক্ত অবস্থায় দেখতে পাই। এ  সময় গাড়িতে সেনাবাহিনীর একজন সৈনিক তাকে অস্ত্রটি তাদের কাছে তুলে দিতে বলেন। সেনাবাহিনীর কাছে  অস্ত্রটি  ফেরত দেওয়ার সময় একটি সেলফি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেই তা আবার ডিলিট করি।  আর এ বিষয় জেলা পুলিশ সুপার কাছে লিখিত বক্তব্য জমা দিয়েছি।