চট্টগ্রামের খাতুনগঞ্জে পাইকারিতে চিনির দাম কেজিতে ৮ টাকা কমেছে। শনিবার (১৭ আগস্ট) চিনি ডিলার ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক মো. আনোয়ার হোসেন চৌধুরী এই তথ্য জানান।
তিনি বলেন, গত ৫ আগস্টের আগে থেকে প্রতিকেজি পরিশোধিত খোলা চিনি পাইকারি ১২৬-১৩০ টাকায় বিক্রি হলেও আজ থেকে বিক্রি হচ্ছে ১১৮-১২০ টাকায়। আন্তর্জাতিক বাজারেও চিনির দাম কামায় দাম কমেছে বলে জানিয়েছেন এই ব্যবসায়ী প্রতিনিধি।
এদিকে খুচরা বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, পাইকারিতে কেজিতে ৮ টাকা কমলেও খুচরা বাজারে দাম কমেছে ২-৩ টাকা মাত্র।
নগরীর কর্ণফুলী মার্কেটের মুদি দোকানি মাহবুব আলম বলেন, পাইকারিতে দাম কিছুটা কমলেও সেই চিনি এখনো খোলা বাজারে আসেনি। আর প্যাকেটজাত চিনি আগের দামেই বিক্রি হচ্ছে বলে জানান তিনি।