বরগুনার বেতাগী পৌরসভা কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দুই কর্মকর্তাসহ তিনজন আহত হয়েছেন। রোববার (১৮ আগস্ট) সকাল ১১টার দিকে হামলাটি হয়।
বেতাগী পৌরসভার নির্বাহী প্রকৌশলী জসিম উদ্দিন জানান, আজ সকালে ১০/১৫ জন দুর্বৃত্ত পৌর কার্যালয়ে হামলা চালায়। তারা কয়েকটি অফিস ভাঙচুর করে ল্যাপটপ ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। বাধা দিতে গেলে তারা সহকারী কর নির্ধারক জামাল বিশ্বাস, স্যানিটারি ইন্সপেক্টর জহিরুল ইসলাম এবং অফিস সহায়ক আনিসুর রহমানকে পিটিয়ে আহত করে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই হামলাকারীরা পালিয়ে গেছে। তাদের আটক করতে পুলিশ ও নৌবাহিনী যৌথভাবে অভিযান শুরু করেছে। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।