পদোন্নতিসহ সব ধরনের বৈষম্য অবসানের দাবিতে মনববন্ধন করেছেন গোপালগঞ্জ বেতারের কর্মকর্তা-কর্মচারীরা। সোমবার (১৯ আগস্ট) দুপুরে গোপালগঞ্জ বেতার ভবনের সামনের রাস্তায় এই কর্মসূচি পালন করেন তারা।
কর্মসূচিতে গোপালগঞ্জ বেতারের উপ-সহকারী প্রকৌশলী মো. আবুল কাওসার বক্তব্য রাখেন। এ সময় আঞ্চলিক পরিচালক শফিকুল ইসলাম, আঞ্চলিক প্রকৌশলী এম.এ সোবহান মাহমুদ, সহকারী বার্তা নিয়ন্ত্রক নাবিদুল হক ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বক্তব্যে কর্মকর্তারা ব্যাচ ভিত্তিক পদোন্নতিসহ উপসচিব পদে ন্যায্যতার ভিত্তিতে পদোন্নতি, বঞ্চিত কর্মকর্তাদের পদোন্নতি প্রদান, একিভূত বিসিএস (তথ্য) ক্যাডার এবং বাংলাদেশ বেতারের নিজস্ব মহাপরিচালক নিয়োগের দাবি জানান।